রাকসু নির্বাচন নিয়ে ১২ দফা দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের প্যানেল, রাকসু ফর রেডিকেল চেঞ্জ প্যানেল, সার্বজনীন শিক্ষার্থী জোট। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ক্যাম্পাসের পরিবহন মার্কেটে এই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য রাকসু নির্বাচনের জন্য ১২ দফা দাবি তুলে ধরেন তারা। দাবিগুলো হলো— স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করা, ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালি লাগানো, এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, ওএমআর পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা, প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করা।
এদিকে আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। এর মধ্যে ১১ জন কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ৩ জন সিনেট সদস্য প্রার্থী।
প্রিন্ট