
টেজাবের প্রথম বর্ষপূর্তিতে স্মরণ করা হলো চিত্রনায়ক সালমান শাহ্কে
পথ চলার এক বছর অতিক্রম করলো দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের অন্যতম সংগঠন টেলিভিশন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট অব বাংলাদেশ (টেজাব)। শুক্রবার রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলের আঙিনায় অনুষ্ঠিত বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের প্রথম বর্ষপূর্তির দিনটি পালন করা হয়। টেজাবের এই বিশেষ দিনে দেশের টেলিভিশন চ্যানেলের বিভিন্ন বিনোদন সাংবাদিকরা পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। সালমান শাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রখ্যাত সিনেমা ‘অন্তরে অন্তরে’ পরিবারের সঙ্গে উপভোগ করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সিনেমাটি প্রেক্ষাগৃহের দর্শকদের মধ্যে আবেগঘন স্মৃতিচারণের সঞ্চার করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ এবং দেশের চলচ্চিত্র ও বিনোদন শিল্পের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া একাত্তর টেলিভিশনের সিওও ও হেড অফ নিউজ শফিক আহমেদ উপস্থিত থেকে টেজাব পরিবারের প্রতি শুভকামনা জানান এবং তাদের পেশাগত অগ্রগতির জন্য শুভকামনা জানান।
তিনি বলেন , টেজাবের এই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান দেশের বিনোদন সাংবাদিকতার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংগঠনটি আগামীতে আরও কার্যকরী ভূমিকা পালন করে দেশের বিনোদন সাংবাদিকতা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির উন্নয়নে অবদান রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাজমুল আলম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় টেজাবের নেতৃবৃন্দ বলেন, বিনোদন সাংবাদিকদের মধ্যে পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার সেতুবন্ধন গড়ে তোলাই সংগঠনের মূল উদ্দেশ্য। তারা জানিয়ে দেন, টেজাব ভবিষ্যতে চলচ্চিত্র ও বিনোদন সাংবাদিকতায় মান উন্নয়নের লক্ষ্যে আরও কার্যক্রম গ্রহণ করবে।
অনুষ্ঠানের শুরুতে টেজাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ জয়, সংগঠনের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন । এসময় তিনি বলেন টেজাব দেশের টেলিভিশন বিনোদন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সংগঠনটি সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সংগঠনের অর্থ সম্পাদক জাহিদুর রহমান বলেন, নেতৃত্বের উৎকর্ষতায় টেজাব এক বছরের মাথায় প্রতিষ্ঠিত সংগঠন।
সভাপতি এবং সাধারণ সম্পাদকের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং দূরদর্শীর নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাদের নেতৃত্বে এবং সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় টেজাব আজ অনন্য উচ্চতায়।
আলোচনা সভা ও সিনেমা প্রদর্শনের পর কেক কাটা হয় এবং মধুমিতা হলের আঙিনায় জমকালো মেজবানি আয়োজন করা হয়। এই মেলবন্ধনের মাধ্যমে টেজাব পরিবারের সদস্য ও চলচ্চিত্র জনদের উপস্থীতি মিলনমেলায় পরিনত অনুষ্ঠানটি ।
প্রিন্ট