
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সামনে রেখে ছাত্রশিবির নিজেদের প্যানেলে চমক দেখিয়েছে। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে, সংগঠনটি শুধু নিজেদের কর্মী নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় নারী, সংখ্যালঘু এবং সাবেক সমন্বয়কদের অন্তর্ভুক্ত করে একটি ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করেছে।
প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে প্রার্থী করা হয়েছে। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’-এর সভাপতি সালমান সাব্বির।
ছাত্রশিবির বলছে, এই প্যানেলে মোট তিনজন নারী প্রার্থী রয়েছেন, যাদের একজন নির্ধারিত দুই নারী পদের বাইরেও সহসমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও, নির্বাহী সদস্য পদে একজন সনাতন ধর্মাবলম্বী প্রার্থী রয়েছেন, যা তাদের প্যানেলের অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে তুলে ধরে। জুলাই আন্দোলনের সময় এক চোখ হারানো দ্বীপ মাহবুবও এই প্যানেল থেকে প্রার্থী হয়েছেন।
বিশ্লেষকদের মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে ছাত্রশিবির এই নির্বাচনে একটি কৌশলগত অবস্থান নিয়েছে। একাধিক প্যানেল প্রার্থী হওয়ায় ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ছাত্রশিবিরের জন্য অনুকূল হতে পারে। একইসাথে, ছাত্রী হলগুলোতে ইসলামী ছাত্রী সংস্থার আধিপত্য এবং বিভিন্ন ক্যাম্পাসভিত্তিক সংগঠনে শিবিরের নেতা-কর্মীদের পূর্বের যোগাযোগ ভোটে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
প্রিন্ট