নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে যুদ্ধজাহাজটি সেটির দিকে অগ্রসর হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে আটক করা হয়।
পরে বোটটি তল্লাশি করে নিচের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১৫ হাজার কেজি আলু, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, মোবাইল ফোন ৩টি, বাইনোকুলার ১টি, কম্পাস ১টি ও কারেন্ট জাল ৪০০ ফুট।