আজকের তারিখ : অক্টোবর ৮, ২০২৫, ৬:৪৮ পি.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১০:৫৪ পি.এম
মিয়ানমারে অবৈধ পণ্য পাচারকালে ১১ পাচারকারীকে ধরলো নৌবাহিনী
[caption id="attachment_867" align="aligncenter" width="1280"]
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় ১১ পাচারকারীকে আটক[/caption]
মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি বোটসহ ১১ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১৪ সেপ্টেম্বর) নিয়মিত টহলের অংশ হিসেবে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে যুদ্ধজাহাজটি সেটির দিকে অগ্রসর হয়। নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে আটক করা হয়।
পরে বোটটি তল্লাশি করে নিচের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে, ১৫ হাজার কেজি আলু, রসুন ৭৫০ কেজি, ময়দা ২ হাজার ৫০০ কেজি, মসুর ডাল ২ হাজার ৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪ হাজার ৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, মোবাইল ফোন ৩টি, বাইনোকুলার ১টি, কম্পাস ১টি ও কারেন্ট জাল ৪০০ ফুট।
আটককৃত পাচারকারী, জব্দকৃত বোট ও পণ্যসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, জলদস্যুতা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com