
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন।
এস এম ফরহাদের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো:
অতিথি পাখি মারলে বিচার হতো, কিন্তু শিবির মারলে হতো না— এমন এক ক্যাম্পাসে শিক্ষার্থীরা ভোটাধিকার ফিরে পেয়েছে, নিজের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করেছে।
জুলাই গণঅভ্যুত্থানের সাহসী সংগ্রামের ফসল এই নির্বাচন। আর সেই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন— আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মোবারকবাদ।
জাকসুতে ছাত্রশিবিরের প্যানেল অধিকাংশ পদে জয় পেয়েছে। এটা প্রমাণ করে, তারা শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে পেরেছে। একইসাথে ভিপি, সমাজসেবা সম্পাদকসহ আরও কিছু পদে অন্য প্যানেলের প্রার্থীরাও নির্বাচিত হয়েছেন। ছাত্রশিবিরের ভিপি প্রার্থী পরাজিত হয়েও বিজয়ীকে আলিঙ্গন করে অভিনন্দন জানিয়েছেন— এই দৃশ্য ছাত্ররাজনীতি ও জাতীয় রাজনীতির জন্য উৎকৃষ্ট ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়া— সেই স্বপ্ন বাস্তবায়নে জাহাঙ্গীরনগরের প্রতিটি শিক্ষার্থী ও তাঁদের প্রতিনিধিরা জুলাই বিপ্লবের মতোই আমাদের সহযোদ্ধা হবেন, এই আশাবাদ।
প্রিন্ট