
ডেস্ক রিপোর্ট
সিলেট থেকে চুরি হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর শীতলক্ষ্যা নদীর তীরে ‘ফ্যাক্টরি’ আকারে মজুত অবস্থায় উদ্ধার হয়েছে। প্রশাসনের যৌথ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য কোটি কোটি টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট এলাকার বিভিন্ন পাথর কোয়ারি থেকে সংগঠিত চক্র রাতের অন্ধকারে এসব পাথর চুরি করে নৌপথে ঢাকায় নিয়ে আসে। পরে শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি বিশাল ভাণ্ডারে তা রাখা হয়। বাইরে থেকে দেখলে যেন পাথরের একটি পূর্ণাঙ্গ ফ্যাক্টরি দাঁড়িয়ে গেছে।
এ ঘটনায় সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সাংবাদিকদের বলেন—
“চুরি হওয়া পাথরের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চলছে। জড়িতদের তালিকা তৈরি করা হচ্ছে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
অন্যদিকে তদন্ত প্রতিবেদনে সিলেটের কয়েকজন পুলিশ কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়ও উঠে এসেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বিজিবির একাধিক কর্মকর্তা।
স্থানীয়রা বলছেন, প্রাকৃতিক সম্পদ চুরি হয়ে রাজধানীর কাছে এসে ‘ফ্যাক্টরি’ আকারে ধরা পড়া দেশের জন্য লজ্জাজনক। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।