[caption id="attachment_878" align="aligncenter" width="1223"]
ছবিঃভ্রাম্যমান আদালত[/caption]
শব্দ দূষণ রোধে সাভারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ জানান, মহাসড়কে পরিবেশ দূষণ রোধে কঠোর হয়েছেন পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বলিয়ারপুর এলাকায় শব্দ দূষণ রোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি ।
এসময় শব্দ দূষণের অভিযোগে সাতটি পরিবহনকে নগদ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া উন্মুক্তভাবে মহাসড়কে ট্রাকে করে বালি বহনের অভিযোগে তিনটি ট্রাক জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com