[caption id="attachment_744" align="aligncenter" width="1024"]
মৃত বাঘের শেষকৃত্য অনুষ্ঠান[/caption]
২০২২ সালের জানুয়ারিতে ভারতের মধ্যপ্রদেশে গ্রামবাসীরা কলারওয়ালি নামের এক বন্যা বাঘিনীর জন্য আনুষ্ঠানিক শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। তিনি ১৬ বছর ধরে তাদের মাঝে বসবাস করেছিলেন কিন্তু কোনো গ্রামবাসীর উপর আক্রমণ করেননি। তাঁকে “পেঞ্চের রানি” এবং “সুপার টাইগার মা” নামেও পরিচিত করা হতো, কারণ তিনি আট বারে ২৯টি শাবকের জন্ম দিয়েছিলেন।
অনুষ্ঠানে অন্তর্ভুক্ত ছিল আদিবাসী আচার, ফুল, সাদা কাপড় এবং কাঠের চিতা। স্থানীয় সম্প্রদায়ের এক নারী এই অনুষ্ঠানের নেতৃত্ব দেন এবং সম্মানের নিদর্শন হিসেবে আগুন প্রজ্জ্বলন করেন। কলারওয়ালি ছিলেন রিজার্ভের প্রথম বাঘিনী, যাকে ট্র্যাকিং কলার পরানো হয়েছিল, যার মাধ্যমে তার আচরণ অধ্যয়ন করা সম্ভব হয়। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেন এবং অঞ্চলের বাঘের সংখ্যা পুনরুদ্ধারে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃত।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com