[caption id="attachment_713" align="aligncenter" width="1280"]
ছবিঃ সংগৃহিত[/caption]
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামের কাচিনা বিলে দেখা মিলেছে বিরল প্রজাতির শিকারি পাখি কাটুয়া চিলের (Black-winged Kite)। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ অনুযায়ী, এটি দেশের একটি দুর্লভ আবাসিক প্রজাতি। স্থানীয়ভাবে এটি ধলা চিল, ধান চিল বা সাদা চিল নামেও পরিচিত।
এই পাখিটির বৈজ্ঞানিক নাম Elanus caeruleus। এর ধূসর-সাদা ডানা ও কালো ছোপ এটিকে সহজেই অন্যান্য পাখির থেকে আলাদা করে। প্রাণিবিদদের মতে, এই চিলের দৈর্ঘ্য প্রায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ১৬৪ গ্রাম। কাকের চেয়ে ছোট এই পাখিটির গলা, বুক ও পেট সাদাটে এবং চোখ রক্তলাল।
কাটুয়া চিল মূলত ঝিঁঝিঁ পোকা, ঘাসফড়িং, পঙ্গপাল, টিকটিকি, ধানের ইঁদুর, ছোট সাপ এবং পাখির ছানা শিকার করে। এদের বিচরণস্থল সাধারণত তৃণভূমি, নিচুভূমি ও বিক্ষিপ্ত গাছপালায়। আফ্রিকা, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশেও এদের দেখা যায়। এরা সারা বছরই প্রজনন করে এবং স্ত্রী পাখি বাসা তৈরির ব্যাপারে বেশ যত্নশীল হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com