শ্রীবরদীতে এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক জরিপ উদ্দিন (৩০) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) উপজেলার রুপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মো. জরিপ উদ্দিন (৩০) একই গ্রামের মো. বাবর আলীর ছেলে।
ভিকটিমের পরিবার, এলাকাবাসি ও অভিযোগ সুত্রে জানা গেছে, বাক প্রতিবন্ধী শিশু (১২) গত ৭ সেপ্টেম্বর বিকালে তাদের বাড়ির পাশে রুপারপাড়া বাজার থেকে খাবার জিনিস নিয়ে বাড়িতে ফিরছিল। শিশুটি আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে আসলে কাজী কৌশলে শিশুটিকে তার বাড়ির বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে ওই শিশুর ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মো. জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে।
এ ঘটনায় গতকাল দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দিলে কাজী ও মো. জরিপ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলার পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরের গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com