বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের একটি বাসায় প্রবেশ করে তিনজন ‘সমন্বয়ক’ পরিচয় দেন।
সেখানে তারা দেলোয়ার হোসেন নামে একজনকে ‘মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার কথা বলে’ ১০ লাখ টাকা চাঁ'*দা দাবি করে।
তাদের সাড়ে ৫ লাখ টাকা ব্যবস্থা করে দিলেও শুক্রবার বিকাল ৪টার মধ্যে বাকি টাকা দিতে বলে। তারা পরিবারটিকে নানারকম হু'*ম'কি দিয়ে চলে যায়।
ঘটনার পর রাতেই বিমানবন্দর থানার সামনে থেকে সমন্বয়ক নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে সমন্বয়ক তানজিল ও তমাকে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠায়,
এখানে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কিছুদিন আগে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসা ঘেরাও দিয়েছিল সেগুনবাগিচায়।
আর যে মেয়েটা বলছিল ফজলু আমার শা'*উ'য়া, তিনিই হলেন গ্রেফতার হওয়া সমন্বয়ক ফারিয়া আক্তার তমা।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com