ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কি। আজ শুক্রবারই তিনি শপথ নিচ্ছেন বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে। খবর এএফপির।
প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল এক বিবৃতিতে জানান, ‘প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। স্থানীয় সময় আজ রাত ৯টায় তার শপথ নেওয়ার কথা রয়েছে।’
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com