দেশের শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ দৈনিক ইনকিলাব অনলাইন সংস্করণে প্রকাশিত একটি সংবাদকে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক অপপ্রচার” আখ্যা দিয়েছে।
৬ই সেপ্টেম্বর জাতীয় বিভাগে প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম ছিল— “পরিবহন সেক্টরে ফের মাফিয়াচক্র! রাজনীতিকে পুঁজি করে কফিলের সাম্রাজ্য বিস্তার।”
হানিফ এন্টারপ্রাইজের জনসংযোগ ও আইনী সুরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানায়, সংবাদটিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কফিল উদ্দিনের নাম বিকৃত করে ব্যবহার করা হয়েছে এবং প্রমাণ ছাড়াই তাঁর সঙ্গে ‘মাফিয়া’ শব্দ যুক্ত করা হয়েছে। যা বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০০-৫০৫ এবং প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ এর ধারা ১৩ ও ১৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।
এছাড়া প্রতিবাদে বলা হয়েছে, কফিল উদ্দিনের ভাই হানিফ সাহেবের নাম অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে এবং প্রতিবেদনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পক্ষে উদ্দেশ্যমূলক মন্তব্য যোগ করে প্রতিবেদনটিকে পক্ষপাতদুষ্ট করা হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়—
“হানিফ এন্টারপ্রাইজ সবসময় যাত্রীসেবা ও ইতিবাচক ভাবমূর্তির জন্য কাজ করে যাচ্ছে।আমাদের নিয়ে এমন সংবাদ ইনকিলাবের দীর্ঘদিনের বস্তুনিষ্ঠতার সুনাম ক্ষুণ্ন করছে।”
প্রতিষ্ঠানটি দাবি করেছে, অতিসত্ত্বর ওই প্রতিবেদন সংশোধন বা প্রত্যাহার না করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[caption id="attachment_606" align="aligncenter" width="1182"] হানিফ এন্টারপ্রাইজের জনসংযোগ ও আইনী সুরক্ষা বিভাগ হতে ইনকিলাবের বার্তা সম্পাদকের নিকট প্রতিবাদলিপিটি জমা দেয়া হয়[/caption]
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com