সাভার, ঢাকা:
আশুলিয়া থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নকীব তার রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পর্যবেক্ষণ থেকে বিশ্লেষণ করে বলেছেন, গার্মেন্টস অধ্যুষিত ঢাকা-১৯ আসনে জনগণের আস্থা ধরে রাখতে এবং ঘনঘন শ্রমিক অসন্তোষ সামলাতে আলহাজ্ব কফিল উদ্দিনই বিএনপির মনোনয়নের যোগ্য প্রার্থী।
তিনি বলেন, সাভারে সর্বশেষ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তিন বারের চেয়ারম্যান ফিরোজ কবীরকে হারিয়ে জনতার মনোনীত নেতা হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব কফিল উদ্দিন। জনতার ভোট ও শক্তি ব্যবহার করে তিনি তার প্রাপ্য চেয়ারম্যান পদ নিশ্চিত করেছিলেন। এই বিজয় সাভারে বিএনপির পালস ও ভবিষ্যৎ নির্ধারণ করেছিল।
[caption id="attachment_601" align="aligncenter" width="2048"] ছাত্রনেতা থেকে জননেতা সাইফুল ইসলাম নকীব। রয়েছে কারানির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা[/caption]
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দলের পক্ষ থেকে নানা বাধা, ভোটে অনিয়ম ও মামলা-তদন্তের মধ্য দিয়ে তাকে পদ থেকে সরানোর চেষ্টা করা হয়। “তবুও জনগণের আস্থা এবং সমর্থন তাকে এগিয়ে রেখেছিল। জনগণ তার নেতৃত্বকে গ্রহণ করেছিল এবং তাকে তাদের প্রতিনিধি হিসেবে মানতে বাধ্য হয়েছিল,” বলেন নকীব।তিনি আরও বলেন,
"জুলাই আন্দোলনের পর সাধারণ মানুষ বৈষম্য ও পরিবারতন্ত্রের বিরুদ্ধে গিয়ে যোগ্য ব্যক্তির মর্যাদা দিতে শুরু করে। তিনি যুক্তি দেখিয়ে বলেন, “ঢাকা-১৯ আসন দেশের তৈরি পোশাক শিল্পের অর্থনৈতিক মেরুদণ্ড। গার্মেন্টস শ্রমিকরা আলহাজ্ব কফিল উদ্দিনের প্রতি আস্থা রাখে, যা ২০১৪ সালের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে।"
তার ব্যাখ্যায়, কফিল উদ্দিন শুধু জনপ্রিয় নেতা নন, তিনি শ্রমিক ও জনগণের মনোভাব বুঝে নেতৃত্ব দিতে সক্ষম। নকীব বলেন, “ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ মোকাবেলা এবং জনগণের মনোভাবের সাথে সামঞ্জস্য রেখে বিএনপির জনপ্রিয়তা ধরে রাখতে আলহাজ্ব কফিল উদ্দিনকে ঢাকা-১৯ আসনে মনোনয়ন দেওয়ার যুক্তি রয়েছে। এটি দেশনেতা জনাব তারেক রহমানের নেতৃত্বকেও আরও শক্তিশালী করবে।”
নকীবের মত পরিক্ষিত ত্যাগী ও প্রভাবশালী নেতার এই মন্তব্য স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং কফিল উদ্দিনকে আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করার যৌক্তিকতা তুলে ধরে তার তৃণমূল বিএনপিতে প্রভাব ও জনপ্রিয়তাকে প্রকাশিত করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আবিরুজ্জামান (আবির), যুগ্ম-সম্পাদকঃ নাঈম আল মামুন, যুগ্ম-সম্পাদকঃ আসিফুর রহমান, যুগ্ম-সম্পাদকঃ মাহমুদুল হাসান মিল্লা
অফিস : ঢাকা, বাংলাদেশ-১০০০, মোবাইল : 01806144942, ইমেইল : editor@dhaka-gazette.com, ওয়েবসাইট : www.dhaka-gazette.com
© All rights reserved © Dhaka-gazette.com