
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো: সাব্বির হাসনাতের জন্মদিন ঠিক এভাবেই খুশি বিতরণ করে পালিত হয়েছে
গতকাল সন্ধ্যায় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সন্ধ্যায় তিনি রিকশাওয়ালাদের মাঝে বিরিয়ানি বিতরণ করেন।
এই আয়োজনের মাধ্যমে জন্মদিনের আনন্দ সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগাভাগি করার এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন হাসনাত। খাবার পেয়ে রিকশাচালকরা আনন্দ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।
উপস্থিতরা জানান, সাব্বির হাসনাত সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান এবং সামাজিক ও মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখেন। জন্মদিনে এ ধরণের আয়োজন ছাত্রসমাজকে অনুপ্রাণিত করবে বলেও তাদের কয়েকজন আশাবাদ ব্যক্ত করেন।
শেখ মো: সাব্বির হাসনাত বলেন, আমার জন্মদিনের খুশি আমি সমাজের শ্রমজীবী ও পরিশ্রমী মানুষের সঙ্গে ভাগাভাগি করতে চাই। আমাদের দেশের শ্রমজীবী মানুষের মুখের হাসিই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।