সর্বাধিক ম্যাচ খেলে ব্রাজিলের  গোলরক্ষকের রেকর্ড

ফুটবলের সবুজ গালিচায় এক নতুন ইতিহাস রচিত হলো ব্রাজিলে। ফ্লুমিনেন্সের ৪৪ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ফাবিও পা রাখলেন এক অনন্য মাইলফলকে। তিনি পেশাদার ফুটবলে নিজের ১,৩৯০তম ম্যাচে মাঠে নেমে ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিল্টনের সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছে গেলেন।

শনিবার ব্রাজিলিয়ান সিরি-আ লিগে ফ্লুমিনেন্সের হয়ে ফোর্তালেজাকে ২-১ গোলে হারানোর ম্যাচেই ধরা দিলো এ অর্জন। প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ফাবিও খেলেছেন ইউনিয়াও বান্দেইরান্তে (৩০ ম্যাচ), ভাস্কো দা গামা (১৫০), ক্রুজেইরো (৯৭৬) এবং ফ্লুমিনেন্সের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ।

ফাবিও নিজেই এই কৃতিত্বকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে দেখছেন। ম্যাচ শেষে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘ঈশ্বর আমাকে এই উপহার দিয়েছেন। বাবা-মা, পরিবার, বন্ধু, স্ত্রী—সবার প্রতি কৃতজ্ঞ আমি। তবে মাঠে আমার প্রথম দায়িত্ব সতীর্থদের সাহায্য করা। ঈশ্বর ছাড়া কিছুই সম্ভব হতো না।’

ফাবিওর দীর্ঘ যাত্রা শুধু সংখ্যাতেই নয়, অর্জনেও ভরপুর। ক্রুজেইরোর হয়ে দুইবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ, দুইবার কোপা দো ব্রাজিল জিতেছেন তিনি। ফ্লুমিনেন্সে যোগ দেওয়ার পর হাতে উঠেছে কোপা লিবার্তাদোরেস ও রেকোপা সুদামেরিকানা ট্রফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *