যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ায় তিন ছিনতাইকারী গ্রেপ্তার

সেনাটহলে আটক তিন ছিনতাইকারী

সাভারের আশুলিয়ায় ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। পরে যৌথবাহিনী আটকদের থানায় হস্তান্তর করে।
সোমবার (১৮ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বালাপাড়া এলাকার সাজু সরকারের ছেলে সোহেল রানা (৩১), ঢাকার ধামরাই থানাধীন বেন্যা এলাকার মৃত ইয়াছিন মাস্টারের ছেলে মিজানুর রহমান (৫২) ও নরসিংদী জেলার বেলাপুর থানার চর উজলাবর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে মোঃ কাওসার (২৯)।
যৌথ বাহিনী জানায়, আজ ভোররাতে জামগড়া আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ-বাইপাইল এলাকায় দায়িত্ব পালনকালে এক ব্যক্তির উপর ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। পরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সেনাবাহিনীর টহল দল তিনজন ছিনতাইকারীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিকট থেকে নগদ ৫ হাজার টাকা, মাদকদ্রব্য গাঁজাসহ ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কিছু আলামত উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সকালে ছিনতাই চক্রের তিন সদসকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *